Coronavirus Pandemic ঠেকাতে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে চলছে লকডাউন। এই পরিস্থিতির মাঝেও NTrack কাজ করে যাচ্ছে পরিবহন মালিক সমিতি, পণ্য পরিবহন ও বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর সাথে। নিরাপদে ও সময়মতো পণ্য পরিবহনকারী গাড়ি এবং ট্রাক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করে যাচ্ছে NTrack Vehicle Tracking Solution. সার্ভিস দিয়ে যাচ্ছে 24/7 যেকোনো দুর্যোগে।
তারই ফলশ্রুতিতে সম্প্রতি NTrack Vehicle Tracker-এর সাহায্যে চারটি চুরি হওয়া ট্রাক উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ট্রাকগুলির মধ্যে দুজন ট্রাক মালিক যথাক্রমে মোঃ মজিব উল্লাহ্ এবং মোহাম্মদ আবদুল মান্নান-এর সাথে আমরা কথা বলেছি।
উদ্ধার হওয়া ট্রাক সম্পর্কে মোঃ মজিব উল্লাহ্র সাথে কথা বলে জানা যায় যে, তার ট্রাক চুরি যাবার ঘটনাটি ঘটে ৩ এপ্রিল দুপুর ১২টার সময়। NTrack Technical Team দ্রুততম সময়ের মাঝে তাকে বিষয়টি অবহিত করলে তিনি কাছের পুলিশ স্টেশনের দ্বারস্থ হন। পরের দিন অর্থাৎ ৪ এপ্রিল ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়। চুরি হওয়ার পর ফিরে পাওয়া ট্রাকের অপর মালিক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, তিনি টাঙ্গাইলের বাসিন্দা হলেও তার ট্রাকটি উদ্ধার হয়েছে NTrack Technical Team – এর দেয়া লোকেশন অনুযায়ী নাটোরের বড়ইগ্রাম থানায়। ৪ এপ্রিল চুরি হওয়ার পর NTrack Technical Team – এর দেয়া তথ্য অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মাত্র ১ দিনের ব্যবধানে ট্রাকটি উদ্ধার করা সম্ভবপর হয়ে ওঠে।
উদ্ধার হওয়া ট্রাক সম্পর্কে বাংলাদেশ প্রতিদিন এবং দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত নিউজ আর্টিকেল লিঙ্ক শেয়ার করা হলো।
দ্য ডেইলি স্টার : NTrack locates 2 stolen trucks amid shutdown
সমকাল : অবস্থার-মাঝেও-এনট্র্যাকের-গ্রাহক-সেবায়-চুরি-হওয়া-ট্রাক-উদ্ধার
Priyo.com: জরুরি-অবস্থার-মাঝেও-এনট্র্যাকের-গ্রাহক-সেবায়-চুরি-হওয়া-ট্রাক-উদ্ধার
ইত্তেফাক : লকডাউনেও-এনট্র্যাক-এর-গ্রাহকসেবায়-চুরি-হওয়া-২-ট্রাক-উদ্ধার
bdnews24.com : বাণিজ্য চুরি হওয়া দুটি ট্রাক উদ্ধার করেছে এনট্র্যাক
tbsnews.net (The Business Standard): NTrack helps recover two stolen trucks
Priyo.com: চুরি হওয়া দুটি ট্রাক উদ্ধার করেছে এনট্র্যাক
যুগান্তর: লকডাউনের মধ্যেও চুরি হওয়া দুটি ট্রাক উদ্ধার করলো এনট্র্যাক
bdpressrelease.com : জরুরি অবস্থার মাঝেও গ্রাহকসেবায় এনট্র্যাক
দেশের এই ক্রান্তিকালেও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তৎপর NTrack টিমকে ধন্যবাদ জানিয়েছেন মোঃ মজিব উল্লাহ্ ও মোহাম্মদ আবদুল মান্নান। NTrack – এর গ্রাহকসংক্রান্ত যেকোনো পরিসেবার গ্রহণে 09636100100 নম্বরে কল করবার অনুরোধ জানানো হয়েছে।